বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:০৪ পিএম

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করে রাহুল বললেন—অনন্য অভিজ্ঞতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:০৪ পিএম

‘মৃত ভোটার’দের সঙ্গে চা পান করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি- সংগৃহীত

‘মৃত ভোটার’দের সঙ্গে চা পান করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি- সংগৃহীত

ভারতে মৃত বিবেচনায় বিহার রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় সাত ভোটারের। এবার সেই ‘মৃত ভোটার’দের সঙ্গেই চা পান করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর চা পানের এই অভিজ্ঞতাকে ‘অনন্য’ আখ্যা দিয়ে উপহাসের ছলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গতকাল বুধবার এই সাত ভোটারের সঙ্গে দেখা করেন রাহুল, যাদের নাম বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ‘মৃত মানুষ’র সঙ্গে চা খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। এই অনন্য অভিজ্ঞতার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশন!”

পোস্ট করা ভিডিওর মাধ্যমে এক ভোটার জানিয়েছেন, নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরই তারা বিষয়টি বুঝতে পেরেছেন। ‘কিন্তু আমি জীবিত। এখানে ঘোষণা করতে এসেছি যে আমি মৃত নই,’ বলেন ওই ভোটার। তিনি জানান, তাদের ইউনিয়নে আরও অন্তত ৫০ জন রয়েছেন, যারা ‘মৃত’ নন, অথচ তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরও কয়েকজন একই পরিস্থিতিতে পড়েছেন।

এক কংগ্রেস কর্মী জানান, পুনরায় যাচাইয়ের কাগজপত্র সম্পন্ন করার পরও তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং ‘মৃত’ ঘোষিতদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। দলের অভিযোগ, ‘এটি কোনো দাপ্তরিক ভুল নয়, এটি প্রকাশ্য রাজনৈতিক ভোটাধিকার হরণ।’

এদিকে, রাহুল গান্ধী তাদের আশ্বস্ত করেন যে তিনি ‘ভোট চুরি’ হতে দেবেন না।

পরে ‘মৃত’ ঘোষণা করা সাত ভোটারের নাম প্রকাশ করে কংগ্রেস। তারা হলেন—রামিকবল রায়, হরেন্দ্র রায়, লালমুনি দেবী, বাচিয়া দেবী, লালওয়াতি দেবী, পূনম কুমারী এবং মুননা কুমার। তারা সবাই রাঘোপুরের বাসিন্দা।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি গত বছর কর্ণাটক ও মহারাষ্ট্রে ভোট কারচুপি করেছে এবং এবার বিহারেও একই পরিকল্পনা করছে। এদিকে, নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে রাহুলকে প্রমাণ ও স্বাক্ষরিত হলফনামা জমা দিতে বলেছে।

শুক্রবার কমিশন এক বিবৃতিতে কংগ্রেসকে অভিযুক্ত করে বলেছে, তারা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যেমনটি ২০১৮ সালে সুপ্রিম কোর্টে করেছিল।

এদিকে, রাহুল গান্ধী ‘সংবিধানিক প্রতিষ্ঠান’কে কলঙ্কিত করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেস বিহার নির্বাচনে পরাজয়ের অজুহাত আগেভাগেই তৈরি করছে।

 

Shera Lather
Link copied!