ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টায় তার সাবেক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রের নাম সুর্যাংশ কোচার (১৮)। সে নার্সিংহপুর জেলার কোতোয়ালি থানাধীন এক্সিলেন্স স্কুলের সাবেক ছাত্র। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষিকার বাড়িতে গিয়ে পেট্রোল ঢেলে তাকে আগুন ধরিয়ে দেয় সুর্যাংশ। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
ভুক্তভোগী শিক্ষিকা গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশের তদন্তে জানা গেছে, প্রায় দুই বছর ধরে সুর্যাংশের মধ্যে ওই শিক্ষিকার প্রতি একতরফা প্রেমের আসক্তি তৈরি হয়। দুই বছর আগে আপত্তিকর মন্তব্যের কারণে শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এরপরই তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। ফলে অন্য স্কুলে পড়াশোনা শুরু করে সে।
সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা মনোজ গুপ্তা জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার শাড়ি নিয়ে অশোভন মন্তব্য করেছিল সুর্যাংশ। শিক্ষিকা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে এই হামলা চালায়।
তিনি আরও বলেন, ‘এটি একতরফা প্রেমের আসক্তি ও ব্যক্তিগত প্রতিহিংসার ফল। সেকশন ১২৪এ-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর পূর্ণাঙ্গ জবানবন্দি নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডোঙ্গারগাঁও থানাধীন কল্যাণপুর গ্রাম থেকে সুর্যাংশকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।