ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ভারতীয়কে পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা বিএসএফের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:৫০ পিএম
ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে কৃষককে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক রফিকুল মোল্লা রাজ্যের নদীয় জেলার বাসিন্দা।

দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে এমন সময় নাগরিকদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ উঠল, যখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের এমন আচরণে ইতোমধ্যে মামলাও দায়ের হয়েছে স্থানীয় চাপড়া থানায়।

ঘটনার দিন শনিবার সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তার বাড়ি। পেশায় তিনি কৃষক বলে জানা গেছে।

ভুক্তভোগী রফিকুল মোল্লা বলেন, ‘চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ সদস্য এসে হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় আমাকে।’

তিনি অভিযোগ করেন, তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন বিএসএফের সদস্যরা। তাকে দিয়ে স্বীকার করাতে চান যে তিনি ওপার থেকে অনুপ্রবেশ করেছেন। কিন্তু রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে তাকে।

রফিকুল মোল্লা নামে আহত ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে, ওই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

ডিএসপি শিল্পী পাল বলেন, ‘বিএসএফের কোম্পানি কমান্ডার ও এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি এখন আসামে আছেন। আমাদের তদন্ত চলছে।’