হোয়াটসঅ্যাপে ডিজিটাল বিয়ের কার্ডের আমন্ত্রণ গ্রহণ করতে গিয়ে প্রায় দুই লাখ রুপি খুইয়েছেন এক সরকারি কর্মচারী। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও নিমন্ত্রণপত্রটি ছিল সাইবার প্রতারণার ফাঁদ। ভুক্তভোগী ওই সরকারি কর্মচারী মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মচারী একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পান। বার্তায় তাকে ২০২৫ সালের ৩০ আগস্টের একটি বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেখানে একটি ফাইল ছিল, যা দেখতে পিডিএফ ফরম্যাটের বিয়ের কার্ডের মতো।
কিন্তু সেটি ছিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) ফাইল। এই ফাইল ব্যবহারকারীর ফোন হ্যাক করে সংবেদনশীল তথ্য চুরি করার জন্য তৈরি করা হয়েছিল।
ভুক্তভোগী ফাইলটিতে ক্লিক করার পরপরই সাইবার অপরাধীরা তার ফোনের ডেটা নিয়ন্ত্রণে নেয়। এরপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার রুপি হাতিয়ে নেয়। এ ঘটনায় হিঙ্গোলি থানায় ও সাইবার সেলে মামলা দায়ের করা হয়েছে।
‘বিয়ের দাওয়াত’ স্ক্যামটি প্রথম সামনে আসে গত বছর। এরপর থেকে অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ে অর্থ হারিয়েছেন।
প্রতারকরা হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠায়। ফাইল ডাউনলোডের পর তারা ভুক্তভোগীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এমনকি চুরি করা তথ্য ব্যবহার করে ফোনের মালিক সেজে অন্যদের কাছ থেকেও টাকা হাতিয়ে নিতে পারে।
গত বছর হিমাচল প্রদেশের সাইবার পুলিশ এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছিল। তারা জনগণকে অপরিচিত উৎস থেকে আসা ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছিল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন