ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জম্মু-কাশ্মিরে সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সাইবার হামলার ঝুঁকি ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে জম্মু ও কাশ্মিরের প্রশাসন। সরকারি অফিসের সব বিভাগে পেনড্রাইভ ব্যবহার ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ সরকারি কাজে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) এক আদেশে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অপারেশন সিন্দুর চলাকালে সাইবার হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি এম রাজু জানান, সরকারি তথ্য বেহাত হওয়া ঠেকাতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটের সব প্রশাসনিক বিভাগে এবং সব জেলার ডেপুটি কমিশনার কার্যালয়ের অফিসিয়াল ডিভাইসে পেনড্রাইভ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সরকারি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।

আদেশে আরও বলা হয়, তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং নিরাপত্তা লঙ্ঘন রোধে সরকারি বা গোপনীয় তথ্য প্রক্রিয়াকরণ, শেয়ার বা সংরক্ষণের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিংবা আইলাভপিডিএফের মতো অনিরাপদ অনলাইন সেবা কঠোরভাবে নিষিদ্ধ।

উল্লেখ্য, গত মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত সরকার। ওই সময় জম্মু ও কাশ্মিরের একাধিক সরকারি ওয়েবসাইট হ্যাক হয় এবং সংবেদনশীল তথ্য চুরি যায়। এখনো অনেক ওয়েবসাইট স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি।