ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ডিগ্রির বিস্তারিত তথ্য প্রকাশের কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) নির্দেশকে উচ্চ আদালত বাতিল করেছে। সোমবার (২৫ আগস্ট) দেশটির উচ্চ আদালত এই নির্দেশ বাতিলের রায় প্রদান করেন।
এর আগে, নীরজ নামের এক ব্যক্তি তথ্য অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে মোদির শিক্ষাগত যোগ্যতার তথ্য জানতে চেয়ে আবেদন করেছিলেন। ২০১৬ সালে সিআইসি জানায়, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে ব্যাচেলর অব আর্টস (বিএ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের রেকর্ড দেখা যাবে। মোদি সেই বছর বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন।
সিআইসির নির্দেশের বিরুদ্ধে দিল্লি বিশ্ববিদ্যালয় আদালতে পিটিশন দায়ের করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, শিক্ষার্থীদের রেকর্ড নৈতিক দায়িত্বের আওতায় সংরক্ষিত থাকে এবং বৃহত্তর জনস্বার্থ না থাকলে তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রকাশের কোনো ভিত্তি নেই।
অপরদিকে, নীরজের পক্ষে আইনজীবীরা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রকাশ করা উচিত, কারণ এটি জনস্বার্থের বিষয়।
বিশ্ববিদ্যালয়ের পিটিশনের পর আদালত ২০১৬ সালের সিআইসি নির্দেশনায় স্থগিতাদেশ জারি করে। সোমবার বিচারপতি সচিন দত্ত এই নির্দেশ বাতিল করে চূড়ান্ত রায় প্রদান করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া