প্রযুক্তির বদৌলতে কমেছে দূরত্ব। বিশ্ব এখন হাতের মুঠোয়। কেনাকাটা থেকে শুরু করে জীবনসঙ্গী খোঁজা, সবকিছুই এখন স্মার্টফোনের পর্দায়। কিন্তু এই সুবিধার আড়ালেই যে কত বড় বিপদ লুকিয়ে থাকতে পারে, তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল এবার। ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলার শাহাবাদ তহশিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাত্র নির্বাচন নিয়ে এক অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটেছে।
জানা গেছে, কনের পরিবারের কাছে ছবি দেখে পাত্র পছন্দ হওয়ার পর বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন একজন যুবক। প্রতারণা প্রকাশ পাওয়ার পর বিয়েই বাতিল করেন কনের পরিবার হয়। মেয়ের সম্মান রক্ষার্থে সেই রাতেই অন্য এক যুবকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। শাহাবাদের এক তরুণীর ভাই কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। সেখানে পরিচয় হয় এক ব্যক্তির সঙ্গে। কথাবার্তায় জানা যায়, ভাই তার বোনের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন। কিছুদিন পর ওই পরিচিত ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি যুবকের ছবি পাঠান এবং তাকে পাত্র হিসেবে সুপারিশ করেন। ছবি দেখে কনের পরিবার পাত্র পছন্দ করেন। এরপর ফোনে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং ১৩ সেপ্টেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।
নির্দিষ্ট দিনে কনের বাড়িতে বিয়ের আয়োজন ছিল জমজমাট। কনেপক্ষ অধীর আগ্রহে বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল। কথা ছিল, বরযাত্রীর দলে অন্তত ৩০ জন উপস্থিত থাকবেন। কিন্তু বরযাত্রী মাত্র সাতজন হওয়ায় প্রথম সন্দেহের জন্ম হয়। তবে আসল নাটকীয় মুহূর্ত তৈরি হয় গাড়ি থেকে বর নামার পর।
কনের ভাই বরকে দেখে চমকে যান। হোয়াটসঅ্যাপে যে যুবকের ছবি দেখে পাত্র নির্বাচন করেছিলেন, তার সঙ্গে আসা যুবকের চেহারার পার্থক্য আকাশ-পাতাল। সঙ্গে সঙ্গে তিনি নিজের ফোন থেকে ছবিটি বের করে মিলিয়ে দেখেন। তা দেখে স্পষ্ট হয়ে যায়, পাত্র নয়, বর প্রতারক। হুলস্থুল শুরু হয় এবং কনেপক্ষ বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয়। বরপক্ষের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়, পরে তারা এলাকা ছেড়ে চলে যায়।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবারের দেরি করতে চাওয়া হয়নি। এই অপ্রত্যাশিত ঘটনার পর রাতের মধ্যেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থেকে যোগ্য একজন পাত্রকে নির্বাচন করে মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন করা হয়। শেষ পর্যন্ত মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
যদিও গত শনিবারের ওই ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ জানায়নি। ফলে কনেপক্ষের অভিযোগ সত্য কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, আজকাল ইন্ডিয়া
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন