ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কলিং ভিসায় কর্মী নিচ্ছে মালয়েশিয়া, আবেদন করবেন যেভাবে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:৫৬ পিএম
নতুন করে ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া। ছবি- সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগে আবারও কলিং ভিসা উন্মুক্ত করেছে মালয়েশিয়া। কৃষি, বাগান, খনি থেকে শুরু করে সেবাখাতের নির্দিষ্ট কিছু উপখাতে কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। তবে এবার সরাসরি নিয়োগকর্তা বা এজেন্ট নয়, শুধু অনুমোদিত এজেন্সিগুলোই আবেদন জমা দিতে পারবে।

কোন কোন খাতে কর্মী নেওয়া হবে:

  • কৃষি খাত (সব উপখাত)
  • বাগান খাত (সব উপখাত)
  • খনি খাত (সব উপখাত)
  • সেবা খাতের নির্দিষ্ট উপখাত:
  • পাইকারি ও খুচরা ব্যবসা
  • স্থল গুদাম
  • নিরাপত্তা প্রহরী
  • ধাতু ও ভাঙারি ব্যবসা
  • রেস্তোরাঁ
  • লন্ড্রি
  • কার্গো পরিবহণ
  • ভবন পরিষ্কার
  • নির্মাণ খাত – শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট কাজের জন্য
  • উৎপাদন খাত – এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প

আবেদন প্রক্রিয়ার নিয়ম

এবার সরাসরি নিয়োগকর্তা বা ব্যক্তিগতভাবে কেউ আবেদন করতে পারবে না। শুধুমাত্র সংশ্লিষ্ট খাতের অনুমোদিত এজেন্সিগুলো আবেদন জমা দেবে।

প্রথমে আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং চূড়ান্ত অনুমোদন দেবে যৌথ কমিটি।

কর্মী কোটার সর্বশেষ অবস্থা

বর্তমানে মালয়েশিয়ায় মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি কর্মীর কোটা বহাল রয়েছে। তবে দেশটির ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা অনুসারে, ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখা হবে।