শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৫৮ এএম

ওভারস্টে ভিসায় শাস্তি বদলালো মালয়েশিয়া, জানুন নতুন নিয়ম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৬:৫৮ এএম

ওভারস্টে ভিসায় শাস্তি বদলালো মালয়েশিয়া। ছবি- সংগৃহীত

ওভারস্টে ভিসায় শাস্তি বদলালো মালয়েশিয়া। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানকারীদের জন্য শাস্তির নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৯০ দিনের কম সময় অতিরিক্ত অবস্থানকারীদের বিরুদ্ধে আর আদালতে মামলা করা হবে না। এর পরিবর্তে সরাসরি জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নতুন নিয়মের ফলে মামলা নিষ্পত্তির সময় যেখানে আগে প্রায় দুই সপ্তাহ (১৪ দিন) লাগত, এখন তা মাত্র ১ দিনে সম্পন্ন হবে। এতে আটক কেন্দ্রগুলোর ভিড়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

জরিমানার কাঠামো

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত অবস্থানকারীদের জন্য নতুন জরিমানা কাঠামো হবে নিম্নরূপঃ

  • ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিনের জন্য ৩০ রিঙ্গিত হারে জরিমানা দিতে হবে। সর্বোচ্চ জরিমানা হবে ৯০০ রিঙ্গিত।
  • ৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত থাকলে সরাসরি ১,০০০ রিঙ্গিত জরিমানা।
  • ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত থাকলে জরিমানার পরিমাণ হবে ২,০০০ রিঙ্গিত।
  • ৯০ দিনের বেশি হলে মামলা
  • যদি কেউ ৯০ দিনের বেশি অবস্থান করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যৌক্তিক কারণ ব্যতীত ছাড় নেই

মন্ত্রী সাইফুদ্দিন আরও জানান, এই নতুন নিয়ম শুধুমাত্র সেসব বিদেশিদের জন্য কার্যকর হবে যাদের অতিরিক্ত অবস্থানের পেছনে যৌক্তিক কারণ রয়েছে। যেমন-

  • অসুস্থতা
  • দুর্ঘটনা
  • প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ভূমিকম্প, ইত্যাদি)
  • এমন পরিস্থিতি যা তাদের নিয়ন্ত্রণের বাইরে

তিনি স্পষ্ট করে বলেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ করে অবস্থান করবেন, তাদের জন্য কোনো ছাড় নেই।’

Link copied!