ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার বৃদ্ধা বিবি ফাতেমা বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত ব্যক্তি মাকসুদুর রহমান উপজেলার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রয়াত হারুন মোল্লার বড় ছেলে।
মাকসুদের ছোট ভাই সফিক ও ছিদ্দিক জানান, তার ভাই মাকসুদকে তার বাবা পড়াশোনা করিয়েছেন। ওই সময় তারা জমিতে কৃষি কাজ করেছেন। ভাই লেখা-পড়া শেষে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি নেন। তারপর থেকে বাবার সম্পত্তি নিজের নামে করার জন্য বাবা-মাকে বিভিন্ন সময়ে মারধর করতেন।
তারা আরও জানান, এমনকি স্কুল শিক্ষক মাকসুদুর রহমান তাদের সম্পত্তিও দখলে নেন। তাদের মূল ভূখন্ডের মধ্যে আব্দুল্লাহপুর ইউনিয়নের বাড়ি থেকে উৎখাত করেন। পরে তারা আশ্রয় নেন বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরে। শুক্রবার সকালে মুজিবনগরে গিয়ে জমি দখলে নিতে সফিককে মারধর করেন ভাই মাকসুদ। এ সময় সফিককে বাঁচাতে মা এগিয়ে এলে মাকেও ব্যাপক মারধর করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মাকে হাসপাতালে ভর্তি করান তারা।
চিকিৎসাধীন বিবি ফাতেমা অভিযোগ করে বলেন, ‘আমার ছয় সন্তানের মধ্যে মাকসুদ বড়। তাকেই লেখাপড়া শিখিয়েছি। অথচ চাকরি পাওয়ার পর থেকেই সে তার ছোট তিন ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে আসছে। প্রায় সময় আমাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’
তিনি বলেন, ‘আট বছর আগে সে আমাদের ঘর থেকে বের করে দেয়। আমরা তখন মুজিবনগরের বিচ্ছিন্ন দ্বীপে কৃষক ছেলে সফিকের আশ্রয়ে যাই। কিছুদিন পর সেখানেও এসে সে আমার স্বামীকে মারধর করে, যার ফলে তিনি অসুস্থ হয়ে মারা যান।’
বিবি ফাতেমা বলেন, ‘এবার শুক্রবার সকালে আবারও সে বহিরাগত লোকজন নিয়ে এসে সম্পত্তি দখল করতে চায়। ছেলে সফিককে মারধর করে, আমি বাধা দিতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।’
ফাতেমার অন্য দুই ছেলে সফিক ও ছিদ্দিক বলেন, ‘বড় ভাই মাকসুদ আমাদের বাবার জমি নিজের নামে নিতে চাইত। এ জন্য প্রায় সময় বাবা-মাকে নির্যাতন করত। এমনকি আমাদের মূল বাড়ি থেকেও উৎখাত করেছে।’
অভিযোগ বিষয়ে জানতে চাইলে শিক্ষক মাকসুদুর রহমান মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সন্তান যদি মাকে মারধর করে, সেটি অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কাজ।’
বিবি ফাতেমা জানিয়েছেন, ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আপনার মতামত লিখুন :