ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দাবানল পরিস্থিতিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ভয়াবহ এই দাবানলে এ পর্যন্ত ৫ হাজার একর এলাকা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সহায়তার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
আগুন যেকোনো সময় জেরুজালেম শহরে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা এমডিএ জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে শতাধিক মানুষ ঝুঁকির সম্মুখীন।
অন্তত ২৩ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে এমডিএ। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশির ভাগই ধোঁয়ায় শ্বাস নেওয়া ও আগুনে পোড়ার কারণে অসুস্থ হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘তীব্র বাতাসের কারণে জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন চলে আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে। ফায়ারব্রেক তৈরি করতে হবে। আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।’
দাবানলের কারণে জেরুজালেম-তেল আবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন দাবানলে পেছনে আগুন দেওয়ার মতো ঘটনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
এরই মধ্যে আগুন লাগানোর সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন