ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

দোহায় যুদ্ধবিরতি আলোচনা, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ ২ মুসলিম দেশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০১:১০ পিএম
প্রতীকী ছবি

কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার প্রস্তুতি চলছে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এই পরোক্ষ আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিচ্ছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোয়েলার। 

তারা মঙ্গলবার (১৩ মে) তেল আবিবে জিম্মিদের পরিবারের সঙ্গে বৈঠক করার পর আজ দোহায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

তেল আবিবে পরিবারগুলোর সঙ্গে বৈঠকে স্টিভ উইটকফ বলেন, ‘দোহায় বাস্তব অগ্রগতির একটি প্রকৃত সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি।’

প্রসঙ্গত, আজ সকালেই দোহায় পৌঁছাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে ঘিরে আলোচনায় গতি আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চলমান গাজা সংকট ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এই শান্তি প্রচেষ্টা পরিচালিত হচ্ছে। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই নতুন সমাধান সম্ভাবনার আভাস দিচ্ছে।