২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা থেকে ৮৭টি মৃতদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
একই সময়ের মধ্যে আরও ২৯০ জন আহত হয়েছেন। এ নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে এখনো বহু লাশ পড়ে আছে।
তবে টানা বিমান হামলা এবং সড়কপথে বাধার কারণে উদ্ধারকারী দলগুলোর সেখানে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।
মার্চের ১৮ তারিখে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে দিয়ে ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে।
এরপর থেকে এ পর্যন্ত নতুন করে নিহত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৬৪৭ জন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময় দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয়, কিন্তু চুক্তিটি বেশিদিন স্থায়ী হয়নি।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন