ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১০:৩২ এএম
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। ছবি- নিউইয়র্ক টাইমস

গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৩ জন।

ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫৬ জনে পৌঁছেছে। আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার (২৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা রাস্তায় নিহত অবস্থায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা নিরাপত্তা সংকটে সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ইসরায়েলের এই সামরিক অভিযানের প্রায় ৬০০ দিন পার হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো একে ‘গণহত্যামূলক আগ্রাসন’ হিসেবে অভিহিত করছে।