ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলের ‘হৃদপিণ্ডে’ আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৩:৫২ পিএম
ইসরায়েলের বিয়ের শেভা শহর। ছবি - সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এসব হামলাকে ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত হানা হিসেবে অভিহিত করেছে ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ।

হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির এই তিন স্থাপনা ধ্বংস হয়েছে।

সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্প পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্প পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

ওরি গোল্ডবার্গ বলেন, ‘হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের সাধারণ বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ তারা বুঝতে পেরেছে যে এই ধারণা পুরোপুরি সঠিক ছিল না।’

‘অবশ্য এক্ষেত্রে দায় ইসরায়েলেরও আছে। কারণ ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলো খুবই কাছাকাছি। ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করা হলে বেসামরিক স্থাপনায় আঘাত আসার সমূহ আশঙ্কা থাকে।’

এদিকে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি।