ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৭৮

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:০৯ এএম
গাজায় ইসরায়েলের হামলা । ছবি-সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুই শতাধিক।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে, গত চার সপ্তাহে মানবিক সহায়তা পেতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১০০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি সময়ে আরও ৬০০০ জন আহত হয়েছেন।

ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি হত্যা আর নতুন নয় যার জন্য জিএইচএফকে ‘মানবিক কসাইখানা’ও আখ্যা দিয়েছে আন্তর্জাতিক বিশ্ব।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায়  আহত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে।