ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গাজার শিশুরা ভুগছে পুষ্টিহীনতায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৯:২১ এএম
গাজার শিশুদের আর্তনাদ। ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশে বাধা থাকায় হাজার হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সোমবার এক বার্তায় তিনি বিষয়টি তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সহায়তা পৌঁছানোর সুযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় গাজার হাজার হাজার শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। অনেক মা নিহত হয়েছেন বা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে, সন্তানকে দুধ খাওয়াতে পারছেন না। এতে অসংখ্য নবজাতক মৃত্যুর ঝুঁকিতে পড়েছে অথবা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ক্ষতির মুখে।

তিনি আরও বলেন, এই শিশুদের জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায়  আহত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৩৫০ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে।