ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘ইসরায়েলের’ হামলায় একদিনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আড়াই শতাধিক। এ নিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে রয়েছেন, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’
এদিকে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ৭ ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৮৫১ জন নিহত এবং ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি বছরের ১৮ মার্চ ‘ইসরায়েল’ ফের গাজা উপত্যকায় হামলা শুরু করে, ফলে এখন পর্যন্ত ৭ হাজার ৭৫০ জন নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছে। জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেই ইসরায়েল এই হামলা শুরু করে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলমান।