রাশিয়ার একটি রকেটের মাধ্যমে ইরানের তৈরি ‘নাহিদ-২’ যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, ‘নাহিদ-২’ যোগাযোগ স্যাটেলাইটটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।
১১০ কেজি ওজনের (প্রায় ২৪০ পাউন্ড) এই স্যাটেলাইটটি ইরানের প্রকৌশলীরা নকশা ও নির্মাণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।
ইরানের এই মহাকাশ সংক্রান্ত অগ্রগতি নিয়ে অনেক পশ্চিমা দেশ আগেই উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ইরানের এই প্রযুক্তিগত উন্নয়ন পরোক্ষভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে।
এই উৎক্ষেপণের ঘোষণা আসে ঠিক সেই সময়ে, যখন ইরান ও ইউরোপীয় তিন দেশের (ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।
শুক্রবার সকালে শুরু হওয়া এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত জুনের মাঝামাঝি ইরানে ‘ইসরায়েল’র হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাত হয় এবং যুক্তরাষ্ট্র ‘ইসরায়েল’র পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
আপনার মতামত লিখুন :