ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

‘ইসরায়েলে’ ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৬:৪৯ পিএম
ক্ষেপণাস্ত্র হামলা। ছবি- সংগৃহীত

‘ইসরায়েলি’ ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইয়েমেন থেকে ‘ইসরায়েলে’র দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ‘ইসরায়েলি’ প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

‘ইসরায়েলের’ জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছে, আঘাত বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইয়েমেন থেকে একটি লঞ্চ শনাক্ত করার পর ‘ইসরায়েলের’ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় সাইরেন বেজে ওঠে, যার মধ্যে রয়েছে মৃত সাগর অঞ্চল এবং জুডিয়ান মরুভূমির আরাদ শহর।

ইয়েমেনের হুথি বাহিনী থেকে ছোড়া শেষ ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার ঘটে এবং তাও প্রতিহত করা হয়।

ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠী ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং গাজার উপর যুদ্ধ ও অবরোধ বন্ধ করার জন্য ‘ইসরায়েল’কে চাপ দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর থেকে ‘ইসরায়েলের’ দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে।

তথ্যসূত্র: রয়টার্স, সিনহুয়া