ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ছুটির পর যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০১:০৩ পিএম
ইসরায়েলি রিসার্ভ সেনা। ছবি-সংগৃহীত

গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি বলে ধারণা করা হচ্ছে। খবর টিআরটি গ্লোবালের।

বিশেষজ্ঞদের অভিমত, গাজায় গণহত্যা ও সহিংসতার সঙ্গে আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত। এদিকে নিজ বাহিনীর জনশক্তির ভারসাম্য রক্ষা এবং জনগণের মধ্যে গাজায় হামলার বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। অনেক রিজার্ভ সেনা পুনরায় দায়িত্বে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি। এই সংখ্যা ৬০ শতাংশের মতো বলে জানিয়েছেন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন। সে হিসাবে প্রায় এক লাখ সেনা পুনরায় কাজে আসেননি।