অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ইসরায়েলি’ হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৩৯ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৯ জন ত্রাণ নেওয়ার চেষ্টা করতে গিয়ে হামলার শিকার হন।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে ‘ইসরায়েলি’ হামলায় মোট ৬০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৭ জন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ ‘ইসরায়েল’ যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৪৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮ হাজার জন।
স্থানীয় সিভিল ডিফেন্স বাহিনী জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু নিহত ও আহত ব্যক্তিরা আটকে আছেন। এর মধ্যে অনেক এলাকার অবস্থা এমন যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এই নিয়ে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে, যার মধ্যে ৯৩ জনই শিশু।
আপনার মতামত লিখুন :