ইয়েমেন থেকে ‘ইসরায়েলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে ‘ইসরায়েল’র দাবি, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ‘ইসরায়েলি’ সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর ‘ইসরায়েল’র একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে।
তবে এ বিষয়ে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
‘ইসরায়েলি’ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত হুতিরা ৬৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোন ‘ইসরায়েল’র দিকে নিক্ষেপ করেছে।
গত মার্চে গাজায় দুই মাসের ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির পর ‘ইসরায়েল’ আবারও হামলা শুরু করলে হুতিরা ‘ইসরায়েল’র বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দেয়।
এর পাশাপাশি, ২০২৩ সালের নভেম্বর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেই এই আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।
আপনার মতামত লিখুন :