গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, ‘দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আপনার আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে আমি তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।’
পোপ লিওকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আপনি একমাত্র যিনি সেখানে প্রবেশে বাধা পাবেন না। আমাদের এখন মানবিক করিডোরগুলো পুরোপুরি খুলে দিতে হবে, যেন সেই নিষ্পাপ শিশুদের বাঁচানো যায়।’
পোপ লিও এরই মধ্যে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি পোপ ফ্রান্সিস-এর পথ অনুসরণ করছেন, যিনি গাজা সংকটের সময় বারবার মানবিক অবস্থানের পক্ষে কথা বলতেন।
এর আগে গত মাসে জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা এবং গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোস গাজা সফর করেন। সফর শেষে তারা গাজার পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। গাজা সিটির ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলায় অন্তত তিনজনের মৃত্যুর পর এ সফর করেন তারা।
এদিকে ‘ইসরায়েলি’ হামলায় গাজা উপত্যকায় সোমবার কমপক্ষে ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ জন। সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৪৯৯ জনে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।


-20250811091110.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন