ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মদ পান করে ১০ প্রবাসীর মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৬:০৫ পিএম
প্রতীকী ছবি

বিষাক্ত মদ পান করে কুয়েতে ১০ জন প্রবাসীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় থাকতে পারেন।

প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, অ্যালকোহল থেকে বিষক্রিয়ার কারণে এ মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরও বেশ কয়েকজন যারা বিষাক্ত মদ পান করেছেন তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

আরও জানা গেছে, জিলিব ব্লক ৪ থেকে এই মদ কেনা হয়েছিল। বিষক্রিয়ার পর গত রোববার (১০ আগস্ট) প্রায় ১৫ প্রবাসীকে ফরওয়ানিয়া এবং আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ছাড়াও আহমাদী গভর্নরেটে এলাকার বেশ কিছু ব্যক্তি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।