গাজা শহর দখলের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ‘ইসরায়েলি’ মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ পরিকল্পনা অনুমোদন করা হয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইসরায়েল কাটজ বলেন, “গাজায় হামাসকে পরাজিত করতে ‘ইসরায়েলি’ বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা আমরা অনুমোদন করেছি। এ পরিকল্পনার মধ্যে রয়েছে তীব্র গোলাবর্ষণ, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং সমর অভিযান।”
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হামাস যদি যুদ্ধ শেষ করতে ‘ইসরায়েল’র শর্ত মেনে নিতে না পারে, তাহলে তাদের ওপর নরকের দরজা খুলে দেওয়া হবে।” ইসরায়েলের শর্তের মধ্যে প্রধানত সব বন্দির মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি রয়েছে।
ইসরায়েল কাটজ বলেন, ‘হামাস রাজি না হলে তাদের রাজধানী গাজা (শহর) রাফাহ ও বেইত হানুনের মতো হয়ে যাবে।’
‘ইসরায়েল’র এ পরিকল্পনায় গাজা শহরে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে নেওয়া, শহরটিকে ঘেরাও এবং আবাসিক এলাকায় স্থল অভিযান চালানোর কথা বলা হয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সোমবার বলেছে, তারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে। তবে প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তারা কোনো বিস্তারিত বিবরণ দেয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন