ফিলিস্তিন ‘রাষ্ট্র’ বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘ইসরায়েল’র পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেছেন, ‘এমন কোনো কিছু হবে না।’
বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকটি খুবই ভালো হয়েছে বলে উল্লেখ করেছেন গিদিয়ন সা’আর। বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের প্রভাব মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
‘ইসরায়েল’র পররাষ্ট্রমন্ত্রী সা’আর আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের সঙ্গেও বৈঠক করবেন। ওয়াশিংটনে ‘ইসরায়েলি’ দূতাবাসে দুই কর্মচারী হত্যাকাণ্ডের ঘটনার পর নোম গত মে মাসে ‘ইসরায়েল’ সফর করেছিলেন।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনীয় পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা এবং ইরানে আইএইএ’র কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
গ্রোসি জানান, জুন মাসের ১২ দিনের যুদ্ধের পর এই প্রথম আইএইএ পরিদর্শকরা ইরানে ফিরে গেছেন। তিনি বলেন, ‘ইরানে অনেক স্থাপনা আছে—কিছু আক্রমণের শিকার হয়েছে, কিছু হয়নি। এখন আমরা আলোচনা করছি কীভাবে কাজ পুনরায় শুরু করা সম্ভব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন