যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানি। গত সপ্তাহে কাতারের দোহায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর দুই নেতার এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস নেতাদের হত্যা করতে হামলা চালায় ইসরায়েল। এতে এক নিরাপত্তা কর্মকর্তাসহ হামাসের পাঁচ সদস্য নিহত হন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাসের ওপর এই হামলা হয়। এ হামলার নিন্দা জানায় গোটা বিশ্ব। ওই ঘটনার পর থেকেই কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ব্যস্ত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। সবশেষ শুক্রবার রাতে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে নৈশভোজ ও বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি। এর আগে হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন তিনি। উভয় বৈঠকের আলোচনায় দোহায় ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্র–কাতার নিরাপত্তা সমঝোতা নিয়ে আলোচনা হয়।
এর আগে কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় নাখোশ হন ট্রাম্প। তার মতে, এ ধরনের হামলা ইসরায়েল–হামাস শান্তি প্রক্রিয়াকে পথচ্যুত করতে পারে। উপসাগরীয় দেশ কাতারকে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে। দোহার বাইরে আল–উদেইদ মার্কিন বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।