মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে এক ধর্মীয় উৎসবে অতর্কিত গুলি চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
বুধবার (২৫ জুন) সেন্ট জন দ্য ব্যাপটিস্টের উৎসব উপলক্ষে মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরের রাস্তায় লোকজন নাচগান ও পানাহার করছিলেন। এমন সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার শিকার লোকজন চিৎকার করে ছোটাছুটি করছেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৪ জুন) রাতে।
ইরাপুয়াতোর কর্মকর্তা রডোলফো গোমেজ সার্ভান্তেস বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায় ২০ জন আহত হয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এর আগেও, গত মে মাসে গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওসে ক্যাথলিক চার্চের আয়োজিত এক অনুষ্ঠানে গুলিবর্ষণে সাত জন নিহত হন।
মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাহুয়াতো দেশটির সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে জড়িত। চলতি বছরের প্রথম পাঁচ মাসে এই রাজ্যে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা অন্য যেকোনো রাজ্যের চেয়ে দ্বিগুণেরও বেশি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন