ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

মেক্সিকোতে সুপার মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:৩৪ এএম
দুর্ঘটনাস্থলের ছবি। - সংগৃহীত

মেক্সিকোতে সুপার মার্কেটে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সনোরা প্রদেশের হারমসিল্লো এলাকায় ওয়ালদো স্টোরে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

সনোরার অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস ফরেন্সিক প্রতিবেদনের উল্লেখ করে বলেন, নিহতদের অধিকাংশ বিষাক্ত গ্যাসে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।  নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। 

দুর্ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন সনোরার গভর্নর আলফনসো ডোরাজো। সনোরার রেডক্রস জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সংস্থাটির ৪০ কর্মচারী ও ১০ টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

মেক্সিকোতে গত সপ্তাহে মৃতদের স্মরণে মৃত্যু দিবস পালিত হয়। দিবসটিতে হারানো প্রিয়জনদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন করা হয় দেশব্যাপী।