অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণের মাধ্যমে রাজনীতি থেকে ‘ব্যতিক্রমী বিদায়’ নিয়েছেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন।
বক্তৃতা শেষে জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি। অ্যালকোহল গ্রহণের এমন অভিনব কৌশল ‘শ্যুয়ি’ নামে পরিচিত। এটি জনপ্রিয় করে তুলেছেন ফর্মুলা ওয়ান তারকা ড্যানিয়েল রিকার্ডো।
বিদায়ী ভাষণে ম্যাকগিন বলেন, ‘আমি কীভাবে এ ভাষণ শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। শেষে মনে হলো, ‘শ্যুয়ি’ দিয়েই শেষ করাটাই সবচেয়ে ভালো। আমার এলাকার মানুষ এটা উপভোগ করবে বলেই আমার বিশ্বাস। দুই মেয়াদে চমৎকার সময় কেটেছে। সবাইকে ধন্যবাদ। চিয়ার্স!’
এরপর একটি ক্যান থেকে নিজের জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি।
২০১৭ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে ২০২৫ সালে অবসর গ্রহণ পর্যন্ত মোট দুই মেয়াদে এমপির দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে তার এ ঘটনায় পার্লামেন্টে ‘হাস্যরসের’ পরিবেশ তৈরি হয়। অনেকেই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। আবার কেউ কেউ এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেন।
পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন, ‘সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।’
নিজের বিদায়ী বক্তৃতায় কাইল নিজেকে ‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’—অর্থাৎ দুর্ঘটনাবশত রাজনীতিতে আসা একজন মানুষ হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের সমালোচনা করে বলেন, ‘বন্দরের স্বয়ংক্রিয়করণ একটি প্রহসন ও ঠাট্টা।’
উল্লেখ্য, ওয়েস্টপোর্ট প্রকল্প হলো অস্ট্রেলিয়ান সরকারের কনটেইনার বাণিজ্য ফ্রিমান্টেল থেকে ক্যুইনানে প্রতিস্থাপনের উদ্যোগ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন