ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

ভারতের জন্য ফের আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১১:৪৩ এএম
পাকিস্তান আকাশসীমা । ছবি : সংগৃহীত

পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করছে। আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগাম হামলার জের ধরে ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পাকিস্তানও একই প্রতিক্রিয়া জানায়।

আকাশসীমা বন্ধের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পূর্বে বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নোটাম জারি করার কথা। সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, ‘পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনোা সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না।