ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

ভারতকে ঠেকাতে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৩:২৫ পিএম
প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ছবি- ডিফেন্স নিউজ

সীমান্তে উত্তেজনার মধ্যেই আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত।

রোববার (২৫ মে) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন, বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি। তবে এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো হস্তক্ষেপ নেই।

এদিকে, পানি ইস্যুতে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ। ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতেই বাজেটে জলসম্পদ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডায়ামার-ভাশা বাঁধসহ গুরুত্বপূর্ণ পানি প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি পানি সংরক্ষণ, কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে প্রযুক্তি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেন পরিকল্পনামন্ত্রী। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান (আইইপি)-এর মহাসচিব আমির জমিরের নেতৃত্বে প্রতিনিধিদল বিভিন্ন দাবি তুলে ধরলে মন্ত্রী তা বাজেটে অন্তর্ভুক্তির আশ্বাস দেন। 

বৈঠকে ভারতের বিরুদ্ধে সামরিক সাফল্যকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ হিসেবে তুলে ধরেন আহসান ইকবাল। এসময়য় তিনি বিরোধীদলীয় নেতা ইমরান খানের ভূমিকার সমালোচনা করেন এবং সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন।

বাজেট ঘোষণায় সামান্য বিলম্ব নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ঈদুল আজহার ছুটির কারণে এ বিলম্ব হলেও, এতে আইএমএফের কোনো শর্ত বা চাপ কার্যকর হয়নি।