ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ১১

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৯:৪০ পিএম
ব্রাজিলের মাতো গ্রোসোতে সড়ক দুর্ঘটনা। ছবি- সংগৃহীত

ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোতে শুক্রবার গভীর রাতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আরও ৪০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৯ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ ও টোল রোড পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম জি১ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,, আহত ৪০ জনেরও বেশি লোকের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। ২৬ জনের অবস্থা মাঝারি এবং আটজনের অবস্থা সামান্য। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

নোভা রোটা ডো ওয়েস্ট ফার্ম এবং হাইওয়ে পুলিশ পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লুকাস ডো রিও ভার্দে শহরের কাছে তুলা বীজ পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স।