ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের শুল্কে ধস নামলো ব্রাজিলের রপ্তানিতে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩০ এএম
প্রতীকী ছবি।

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানি ১৮.৫ শতাংশ কমেছে। গত ৬ আগস্ট শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের ওপর এই শুল্কহার আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ব্রাজিল ‘ওয়াশিংটনের ঘনিষ্ট  মিত্র’ সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে।

বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যেখানে দাবি করা হয়েছে তিনি ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথগ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ মামলার রায় আগামী সপ্তাহে আসতে পারে।

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি কমে দাঁড়ায় ২.৭৬ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছরের একই সময়ে রপ্তানি ছিল ৩.৩৯ বিলিয়ন ডলার। তবে চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট রপ্তানিতে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

শুল্কের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিলিয়ান পণ্যের মধ্যে রয়েছে চিনি। যার রপ্তানি কমেছে ৮৮.৪ শতাংশ। তাজা গরুর মাংসের রপ্তানি কমেছে ৪৬.২ শতাংশ। যদিও প্রায় ৭০০টি ব্রাজিলিয়ান পণ্যকে শুল্কের বাইরে রাখা হয়েছে।