‘অস্বাস্থ্যকর ও রোগা’ মডেলদের দেখানোয় ফ্যাশন ব্র্যান্ড জারার দুটি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড অথরিটি (এএসএ)। সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এএসএ জানায়, একটি বিজ্ঞাপনে মডেলকে এতটা রোগা দেখানো হয়েছে যে, তাকে ক্লান্ত ও দুর্বল মনে হচ্ছিল। এ ছাড়া অন্য বিজ্ঞাপনে মডেলের কলারবোন স্পষ্টভাবে বেরিয়ে থাকায় সেটিকে ‘অপ্রাসঙ্গিকভাবে মনোযোগের কেন্দ্রবিন্দু’ হিসেবে তুলে ধরা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, এই ‘দায়িত্বজ্ঞানহীন’ বিজ্ঞাপনগুলো আর প্রদর্শন করা যাবে না এবং জারাকে নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতের সব বিজ্ঞাপন যেন দায়িত্বশীলতার সাথে তৈরি করা হয়।
জারা ইতোমধ্যেই বিজ্ঞাপন দুটি সরিয়ে নিয়েছে এবং জানিয়েছে, যেসব মডেল বিজ্ঞাপনে ছিলেন, তারা মেডিকেল সার্টিফিকেটসহ সুস্থতার প্রমাণ দিয়েছিলেন।
এর আগে গত জুলাইয়ে ‘মার্কস অ্যান্ড স্পেনসার’র একটি বিজ্ঞাপনে ‘রোগা’ মডেল দেখানোয় তা নিষিদ্ধ করা হয়। এ ছাড়া ‘নেক্সট’ ব্র্যান্ডের একটি নীল স্কিনি জিন্সের বিজ্ঞাপনেও একই ধরনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :