রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১০:১০ পিএম

সমুদ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১০:১০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সফলভাবে সমুদ্রে স্থাপিত কেন্দ্র থেকে একাধিক স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে চীন। শানতোং প্রদেশের রিচাও শহরের উপকূল থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। অভিযানের দায়িত্বে ছিল তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এই মিশনে একটি পরীক্ষামূলক স্যাটেলাইটসহ মোট ১২টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। এর মধ্যে ১১টি ছিল গিলি-০৬ বহরের অংশ, যা হাংচৌ-ভিত্তিক গিস্পেস কোম্পানির মালিকানাধীন। প্রতিষ্ঠানটি গিলি হোল্ডিং গ্রুপের অধীনস্থ ও স্যাটেলাইট ইন্টারনেট অব থিংস পরিচালনায় কাজ করে।

স্মার্ট ড্রাগন-৩ রকেট ৫০০ কিলোমিটার উচ্চতায় সান-সিঙ্ক্রোনাস কক্ষপথে সর্বোচ্চ দেড় টন পে-লোড বহনে সক্ষম। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গিস্পেস টানা ছয়বার উৎক্ষেপণের মাধ্যমে ইতোমধ্যেই ৬৪টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উৎক্ষেপণকৃত স্যাটেলাইটগুলো চীনের বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ উপগ্রহ নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’ গঠনে যুক্ত হবে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এই উৎক্ষেপণ চীনের লং মার্চ রকেট সিরিজের ৬০১তম সফল উড্ডয়ন হিসেবে চিহ্নিত হয়েছে। চীনের মহাকাশ প্রযুক্তি গবেষণা কেন্দ্র (কাস্ট) জানিয়েছে, নতুন এই স্যাটেলাইট নেটওয়ার্ক মূলত যোগাযোগ, রিমোট সেন্সিং এবং তথ্য সংযোগ ব্যবস্থাকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করতে সহায়তা করবে।

চীনের রাষ্ট্রীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) এক মুখপাত্র বলেন, ‘স্পেসসেইল কনস্টেলেশন হবে চীনের বাণিজ্যিক মহাকাশ খাতের জন্য একটি বড় মাইলফলক। এটি ভবিষ্যতে স্যাটেলাইট ইন্টারনেট ও বৈশ্বিক তথ্য সংযোগ ব্যবস্থায় চীনের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।’

চীন বর্তমানে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক যেমন ‘বেইডু নেভিগেশন সিস্টেম’ এবং ‘টিয়ানটং কমিউনিকেশন সিস্টেম’-এর সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্যিক পর্যায়ে নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট কনস্টেলেশন তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের ‘স্টারলিংক’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!