ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ককপিটের দরজা খোলা রেখেই বিমান ওড়ালেন পাইলট, তারপর যা হলো

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১১:৪১ এএম
প্রতীকী ছবি।

ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার দায়ে ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে লন্ডনের হিথ্রো থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে এই ঘটনাটি ঘটে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ এয়ারওয়েজের একজন পাইলট হিথ্রো থেকে নিউইয়র্কের জেএফকে যাওয়ার সময় ফ্লাইটের ককপিটের দরজা খোলা রেখেছিলেন। পরিবারের সদস্যদের কন্ট্রোল রুম দেখানোর জন্য ওই পাইলট ককপিট থেকে উঠে কন্ট্রোল রুমের দরজা খুলে দেন।

এই ঘটনার পর পাইলটকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে পাইলটের পরিচয় গোপন রাখা হয়েছে। সন্ত্রাসবাদ, আইন লঙ্ঘন এবং যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার জন্য তাকে বরখাস্ত করা হয়।

দ্য সান জানিয়েছে, ক্রু এবং যাত্রীরা তাৎক্ষণিকভাবে ককপিটের দরজা খোলা দেখতে পেয়ে জানতে চান কী হয়েছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


টেলিগ্রাফ জানায়, ককপিটের দরজাটি অনেকক্ষণ খোলা ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ এয়ারওয়েজের সহকর্মীরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রে রিপোর্ট করে। পরে পাইলটকে সাময়িক বরখাস্ত করতে হয়।
এ ঘটনায় ৮ আগস্ট হিথ্রোতে পৌঁছানোর জন্য নির্ধারিত ফিরতি বিএ১৭৪ ফ্লাইটটি বাতিল করা হয় এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়। স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশির ভাগ যাত্রী তাদের মূল পরিকল্পনার চার ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছান।
প্রতিবেদনে পরে পাইলটকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বলে দাবি করা হয়।