ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সফরের আগেই আমিরাতকে সামরিক যন্ত্রাংশ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:১১ পিএম
সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে সামরিক চুক্তি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবার সংযুক্ত আরব আমিরাতকে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় আমিরাতকে ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার দেওয়া হবে। এসব হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ১ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

এ ছাড়া আরও ১৩ কোটি ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশও সরবরাহ করা হবে।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত এই হেলিকপ্টার ও সরঞ্জাম ব্যবহার করবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে।

তাদের মতে, এই চুক্তি আমিরাতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে।

মার্কিন কর্মকর্তারা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মিত্র। দেশটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যাবেন। সেখানে তিনি গাজা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা, বিমান চলাচল, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন।

এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এএফপি