রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে। দিনদিন দুই দেশের মাঝে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঠিক এমন সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘পুতিন আগুন নিয়ে খেলছেন।’
মঙ্গলবার (২৭ মে) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ‘আমি ক্ষমতায় না থাকলে রাশিয়ার সঙ্গে অনেক ভয়াবহ কিছু ঘটতে পারত। আমি বলতে চাই, সত্যিই ভয়াবহ কিছু।”
ট্রাম্প বলেন, ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করে পুতিন এখন এক ধরনের বিপজ্জনক মনোভাব নিয়ে এগোচ্ছেন।
ইউক্রেনের ওপর টানা তিন রাতের বিমান হামলার প্রেক্ষাপটে এর আগে তিনি পুতিনকে ‘পুরোপুরি পাগল’ বলেও মন্তব্য করেছিলেন।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ‘আবেগতাড়িত’ এবং তা গুরুত্ব দেওয়ার মতো নয়।
প্রসঙ্গত, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে চাপের মুখে ফেলতে রাশিয়া এই কৌশল নিচ্ছে, যা পশ্চিমা বিশ্বের কড়া প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি