নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র জবাব দিয়েছেন। ট্রাম্প সম্প্রতি তাকে ‘কমিউনিস্ট’ ও পাগল বলে অভিহিত করে গ্রেপ্তারের হুমকি দেন। এর জেরে মামদানি স্পষ্ট করে বলেন, ‘আমি কোনো ভয় দেখানোকেই ভয় পাই না।’
মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জোহরান মামদানি। এরপরই ট্রাম্প তাকে আক্রমণ করে বলেন, ‘‘সে একজন খাঁটি ‘কমিউনিস্ট’। তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দেশে আর কোনো কমিউনিস্ট চাই না।’’
ট্রাম্প আরও অভিযোগ করেন, মামদানি হয়তো ‘অবৈধভাবে’ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যদিও মামদানি ২০১৮ সালে বৈধভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন।
ট্রাম্পের এমন হুমকির পর এক বিবৃতিতে মামদানি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার ও নাগরিকত্ব কেড়ে নেওয়াসহ আটক শিবিরে পাঠানোর এবং নির্বাসনের হুমকি দিয়েছেন। আমি কোনো আইন ভঙ্গ করিনি, আমি শুধু (আইসিএফ)-কে আমাদের শহর আতঙ্কিত করতে বারণ করেছি।’
এ বিবৃতিতে মামদানি এই হুমকিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেন এবং বলেন, ‘এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো, যারা তোমার পেছনে লাগবে।’
ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়। বরং তা প্রমাণ করে, কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার।
জোহরান নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে কটাক্ষ করে বলেন, ‘এরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী হুমকির প্রশংসা করে এক বিপজ্জনক নজির স্থাপন করছেন।’
মামদানি মনে করেন, ট্রাম্পের পক্ষ থেকে অ্যাডামসের প্রশংসা মোটেও অপ্রত্যাশিত নয়, কারণ অ্যাডামস এখন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সময়কালের অবসান হয়েছে।
আপনার মতামত লিখুন :