ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১২:৪২ পিএম
টেক্সাসের সান অ্যাঞ্জেলোতে আকস্মিক বন্যায় প্লাবিত ঘরবাড়ি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যায় ১০৪ জনের প্রাণহানি হয়েছে। সামনে এই সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন প্রশাসনিক কমকর্তারা।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

প্রবল বর্ষণের জেরে টেক্সাসের দক্ষিণাঞ্চলে গুয়াদালুপে নদীর তীরবর্তী ৬ কাউন্টিতে গত ৪ জুলাই শুক্রবার আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে বেশি কের কাউন্টিতে প্রাণহানি ঘটেছে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই জুলাই মাসে কের কাউন্টির এলাকায় গুয়াদালুপে নদীর দু’পাসে মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসে। ১৯৪৫ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংস্থা।

শুক্রবার থেকে এ পর্যন্ত মোট উদ্ধার করা হয়েছে ৮৪ জনের মৃতদেহ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫৬ জন এবং অপ্রাপ্তবয়স্ক ২৮ জন। অপ্রাপ্তবয়স্কদের সবাই কিশোরী ও তরুণী।

ক্যাম্প মিস্টিকের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২৮ জন কিশোরী ও তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে—তারা সবাই ক্যাম্প মিস্টিকের গ্রীষ্মকালীন আয়োজনে এসেছিলেন এবং এখনো ১০ জন নিখোঁজ আছেন।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।