পারমাণবিক শক্তিতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট-তুরস্ক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হোয়াইট হাউজ সফরে দু’দেশেই তাদের পারমাণবিক শক্তির ক্ষেত্রে গভীর ও বহুমুখী সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারশলান বেইরাক্তার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসয়ালে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয় নিশ্চিত করেন।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
এনসোসয়ালে আলপারশলান বেইরাক্তার লিখেন, ‘কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদার করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছি। এ সময় দুদেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও উপস্থিত ছিলেন।’
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আরও জানান, আমি আশা করি চুক্তির আলোকে দু’দেশের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র তুরস্ক পারস্পরিকভাবে লাভবান হতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন