পারমাণবিক শক্তিতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট-তুরস্ক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হোয়াইট হাউজ সফরে দু’দেশেই তাদের পারমাণবিক শক্তির ক্ষেত্রে গভীর ও বহুমুখী সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারশলান বেইরাক্তার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসয়ালে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয় নিশ্চিত করেন।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
এনসোসয়ালে আলপারশলান বেইরাক্তার লিখেন, ‘কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদার করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছি। এ সময় দু’দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও উপস্থিত ছিলেন।’
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আরও জানান, ‘আমি আশা করি চুক্তির আলোকে দু’দেশের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র তুরস্ক পারস্পরিকভাবে লাভবান হতে পারে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন