নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি জয়লাভের পথে আছেন বলে জানিয়েছে স্বতন্ত্র তথ্যসংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ। ইতোমধ্যেই সেখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং গণনা চলছে। অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।
প্রার্থীদের সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে ফল ঘোষণার অপেক্ষায় জড়ো হয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী মামদানি তার নির্বাচনি রাতের মূল আয়োজন করছেন ব্রুকলিন প্যারামাউন্টে, যা ডাউনটাউন ব্রুকলিনের একটি ঐতিহাসিক কনসার্ট ভেন্যু।
নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানি বলেন, ‘আমরা আমাদের শহরে এক নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে রয়েছি। একই সঙ্গে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানোরও সময় এসেছে।’
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি নিয়ে প্রশ্ন করা হলে মামদানি জবাব দেন, ‘আমি এই শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য সর্বোচ্চ লড়াই করতে প্রস্তুত।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের মধ্যে ৩৪ বছর বয়সি জোহরান মামদানির জনপ্রিয়তা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও কার্টিস স্লিওয়ার তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, অন্য বয়সের স্বল্প আয়ের মানুষেরাও জোহরান মামদানির মধ্যে আশার আলো দেখছেন। অনেকেই জোহরান মামদানির নির্বাচনি কৌশলকে ‘মামদানি ম্যাজিক’ হিসেবেও আখ্যা দিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন