সবার ‘ইজাজত’ নিয়ে আলোচিত সংসদীয় আসন সিলেট-১-এ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের দুই মেয়াদের সফল মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার সিলেট বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি আনুষ্ঠানিক প্রচরণা শুরু করেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট বিভাগের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে সিলেট-১ আসনে চাই। তিনি যদি এ আসন থেকে নির্বাচন করেন তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আর যদি কোনো কারণে তিনি এখানে না আসতে চান তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে, সবার ইজাজত নিয়ে জুমার নামাজ পড়ে এখান থেকে আমি আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।
সিলেট-১ আসন নিয়ে এ বিভাগে তো বটেই, সারা দেশেই রয়েছে কৌতূহল। কারণ, মিথ রয়েছে, সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দলই সরকার গঠন করে। তাই প্রত্যেক দলের সতর্ক চোখ থাকে এ আসনের দিকে। সিলেট-১-এ প্রার্থী মনোনয়নে প্রত্যেক দলই তাদের সেরা প্রার্থীকে বেছে নেয়।
গুরুত্বপূর্ণ এই আসনে এবার বিএনপি থেকে দুই হেভিয়েট প্রার্থী দলের মনোনয়নপ্রত্যাশী। তাদের একজন হলেন- আরিফুল হক চৌধুরী, যিনি গতকাল শুক্রবার সবার ‘ইজাজত’ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। একসময়কার সিলেট মহানগর বিএনপির সভাপতিও ছিলেন। অপরজন হলেন, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আগে থেকেই নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। খন্দকার আব্দুল মুক্তাদিরের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের আরও বলেন, এই মসজিদে (বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসা ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশির ভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এ ছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ (গতকাল) এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।
আপনার মতামত লিখুন :