রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:৪২ এএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির অর্ধশত প্রার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:৪২ এএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন চট্টগ্রামের ১৬টি আসনে  বিএনপির অর্ধশত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশ নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করলেও প্রার্থী নির্বাচনে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে নির্বাচনের মাত্র ৭ মাস বাকি থাকলেও এখনো চট্টগ্রামে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দেশের বৃহত্তম দল বিএনপি। যদিও দলের একাধিক নেতা রূপালী বাংলাদেশের এই প্রতিবেদককে বলেছেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। দল যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব। 
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানিয়েছেন, এক আসনে একাধিক প্রার্থী থাকায় কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বিএনপি। প্রার্থী ঘোষণার পর দলের মধ্যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে দিকেই জোর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এদিকে নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনে সক্রিয় হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণায় কাজ করছেন তারা। অভিযোগ রয়েছে, আওয়ামী শাসনামলে যেসব নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি, আগামী নির্বাচনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন তারাও। 
চট্টগ্রাম নগর বিএনপি, দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনি লড়াইয়ে ইতিমধ্যে মাঠে নেমেছেন বিএনপির অর্ধশত নেতা। এদের মধ্যে বিএনপিরও পরীক্ষিত ও ত্যাগী নেতা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ভুঁইফোঁড় সুযোগসন্ধানীরাও। 
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কাজ করছে বিএনপি। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলীয় প্রধান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যারা মাঠে ছিলেন, দলের জন্য কাজ করেছেন, তাদের মূল্যায়ন করবেন। আমরা আমাদের দলীয় প্রধানের ওপর আস্থা রেখে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। 
অন্যদিকে বিএনপি চট্টগ্রাম দক্ষিণের নেতা আবু সুফিয়ান বলেন, আমরা দলের জন্য কাজ করি। দল যে সিদ্ধান্ত নেবে, মাঠ পর্যায়ের সবাই সে সিদ্ধান্ত মেনেই কাজ করবে। বিএনপি ভোটের রাজনীতিতে বিশ^াসী বলে তিনি মন্তব্য করেন। 
চট্টগ্রাম-১ (মীরসরাই): দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একক নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামের এই আসনটি। সর্বশেষ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন মোশাররফপুত্র মাহবুবর রহমান রুহেল। এই আসনে এবার বিএনপির মনোনয়ন চাইতে পারেন বড়তাকিয়া গ্রুপের কর্ণধার বিএনপি নেতা মনিরুল ইসলাম ইউসুফ, ক্লিপটন গ্রুপের মহিউদ্দিন আহমেদ চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে থাকছে না, সে কারণে এই আসনে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। 
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি):  এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার। এ ছাড়া আরও রয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন ও সরোয়ার আলমগীর এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী।
চট্টগ্রাম-৩ (সন্দীপ): এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুল রহমান ভূঁইয়া মিল্টন, তরিকুল আলম, তবিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের। 
চট্টগ্রাম-৪ (সীতাকু-): এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে, এই আসনে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী শাসন আমলে নির্যাতিত এই নেতা। 
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ): এ আসনে প্রার্থী হতে পারেন সাবেক হুইপ ও সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, নোমানপুত্র সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এস এম ফজলুল হক। 
চট্টগ্রাম-৬ (রাউজান): এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের  চৌধুরী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। এই আসনে প্রার্থী হতে পারেন উপজেলা বিএনপির সদস্য সামির কাদের চৌধুরীও।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন চৌধুরী ও সদস্যসচিব আবু আহমেদ হাসনাত।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ আংশিক): এ আসনে বিএনপির মনোনয়নের জন্য মাঠে লড়াই করছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তাক আহমেদ খান। 
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী):  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নোমান পুত্র সাঈদ আল নোমানের নামও রয়েছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। 
চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড ও সদরঘাট): এই আসনে একক প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
চট্টগ্রাম-১২ (পটিয়া): এ আসনে এবার প্রার্থী হতে পারেন সাবেক এমপি গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। প্রার্থীতালিকায় আরও রয়েছেনÑ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): এ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান। আরও রয়েছেন সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক): এ আসনে বিএনপির মনোনয়ন চাইতে পারেন সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ারও রয়েছেন সম্ভাব্য তালিকায়।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া): এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন এবং লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। 
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): এ আসনে প্রার্থী তালিকায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। এ ছাড়া সম্ভাব্য তালিকায় নাম রয়েছে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হোসাইনী ও সাবেক সদস্য লেয়াকত আলী চেয়ারম্যানেরও।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!