নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থার’ উদ্যোগে এসএসসি ও সমমান দাখিল-২০২৫ শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকায় ‘দারুস সালাম এতিমখানার’ শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থার সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক মারুফ হাসান, উপদেষ্টা মহসিন মিয়া, সদস্য রুবেল মিয়া, শামীম মিয়া, চরপাড়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণ, দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায়দের কর্মসংস্থান সৃষ্টিসহ জনকল্যাণমুখী নানান কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আপনার মতামত লিখুন :