সরকারি ব্যবস্থাপনায় রাশিয়ার মুরগির খামারে পুরুষ কর্মী পাঠাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। শুক্রবার (১১ জুলাই) বোয়েসেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ায় মুরগির খামার ৬০ জন পুরুষ কর্মী নিয়োগ হবে। যাদের মাসিক বেতন হবে ৫২০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬২, ৪০০ টাকা)।
চাকরির শর্তাবলি:
১. প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী হতে হবে;
২. প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে;
৩. সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
৪. দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন;
৫. চাকরির চুক্তি ১ (এক) বছর (নবায়নযোগ্য);
৬. শিক্ষানবিশকাল ৩ (তিন) মাস;
৭. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৮. চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;
৯. ঠান্ডা/অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সঙ্গত হবে;
১০. অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
অন্যান্য তথ্যাবলি:
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- টাকা প্রদান করতে হবে। এ ছাড়াও মেডিকেল ফি বাবদ ২,০০০/-, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ১০,৬০০/- টাকাসহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে।
ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জচখ উত্তীর্ণ সনদ আবশ্যক।
উল্লেখ্য, ইনভাইটেশন লেটার/ভিসা/ ওয়ার্কপারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে। বোয়েসেলের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে, এ জন্য প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে।
আপনার মতামত লিখুন :