বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:০৩ এএম

রিয়াল মাদ্রিদেই থাকছেন কোরতোয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:০৩ এএম

রিয়াল মাদ্রিদেই থাকছেন কোরতোয়া

আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন থিবো কোরতোয়া। তার সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের গ্রীষ্মে। তবে তার আগেই কোর্তোয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় আস্থা রাখার বার্তা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ২০১৮ সালে রিয়ালে যোগ দেন কোরতোয়া।

এরপর থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশে^র সেরা গোলরক্ষকদের একজন হিসেবে। রিয়াল মাদ্রিদের হয়ে এই বেলজিয়ান গোলরক্ষক এখন পর্যন্ত দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন। রিয়ালের দল গঠনের নীতিমালায় ৩০ বছরের বেশি বয়সি খেলোয়াড়দের সঙ্গে সাধারণত এক বছরের বেশি মেয়াদি চুক্তি করা হয় না। তবে কোর্তোয়ার ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম ঘটেছে। বিষয়টি তার ওপর ক্লাবের আস্থারই প্রতিফলন। সাম্প্রতিক সময়ে ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন কোরতোয়া।

প্রতিটি ম্যাচে মূল একাদশে খেলেন তিনি। গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ইনজুরি সময়ের এক সেভে কার্যত রিয়ালের সেমিফাইনাল নিশ্চিত হয়। রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘থিবোর মতো গোলরক্ষক দলে থাকা সৌভাগ্যের ব্যাপার। সে এমন একজন, যার উপস্থিতিতেই ম্যাচের ফল বদলে যেতে পারে।’ ২০২৪-২৫ মৌসুমে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি রিয়াল। নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ কোচ আলোনসো ও তার দল। ইতিমধ্যে দলে ভেড়ানো হয়েছে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন, আলভারো ক্যারেরাস এবং ফ্র্যাংকো মাস্তানটুনোর মতো প্রতিভাবান ফুটবলারদের। কোরতোয়া পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন বেলজিয়ান ক্লাব জেঙ্কে। ২০১১ সালে যোগ দেন চেলসিতে। ইংলিশ ক্লাবটিতে সাত মৌসুম থাকাকালীন তিন মৌসুম ধারে খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। পরে ২০১৮ সালে চুক্তিবদ্ধ হন রিয়াল মাদ্রিদের সঙ্গে।

আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নিয়েছিলেন কোর্তোয়া। বেলজিয়াম জাতীয় দলের কোচ ডোমেনিকো টেডেস্কোর অধীনে প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় ২০২৪ সালে সরে দাঁড়ান জাতীয় দল থেকে। তবে চলতি বছরই অবসর ভেঙে আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সি এই গোলরক্ষক।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!