সম্প্রতি পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। আর সিরিজের শেষ ম্যাচেও যদি জয় পায় বাংলাদেশ, তাহলে র্যাঙ্কিংয়ে বড় সুখবর অপেক্ষা করছে লাল-সবুজদের জন্য।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে ৮ নম্বরে এবং বাংলাদেশ ১০ নম্বরে। সিরিজের শুরুতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০।
পাকিস্তানকে যদি ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা যায়, তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ২২৩, যা বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের সমান।
ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকা দলটি উঠে যাবে নবম স্থানে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশেরই সেই সম্ভাবনা বেশি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হারলে পাকিস্তান হারাবে ৪ রেটিং পয়েন্ট। তবে এতেও তাদের অবস্থান পরিবর্তন হবে না; ৮ নম্বরেই থাকবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে যদি সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয়, তাহলে বাংলাদেশ পাবে ১ রেটিং পয়েন্ট এবং পাকিস্তান হারাবে ২ পয়েন্ট—কিন্তু র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে না।
আর শেষ ম্যাচে পাকিস্তান জয়ী হলে, উভয় দলের রেটিং পয়েন্ট ও অবস্থান থাকবে অপরিবর্তিত।
সিরিজের শেষ ম্যাচ এখন শুধু সম্মান রক্ষারই নয়, বরং বাংলাদেশের জন্য এটি হতে পারে এক ধাপ এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ।
সেই ম্যাচেই নির্ধারিত হবে—টাইগারদের হাতে শুধুই সিরিজ জয় থাকবে, না কি থাকবে র্যাঙ্কিং উন্নতির ঐতিহাসিক সাফল্যও।
আপনার মতামত লিখুন :